Tuesday, May 31, 2016

জলের মশাল



(প্রকাশিত : বজ্রকণ্ঠ জানুয়ারী 2017 সংখ্যা, ত্রিপুরা )
তাঁর হাত আগুনে পুড়েছে কতবার
তবু যন্ত্রনা ব্যক্ত করেনি কখনো
মাথা ছুঁয়ে এসেছে আকাশি ছাদ
নদী তীরের বালু মোহনায়
নাক বরাবর হেটেছে তাঁর ক্লান্ত পা !

দেশীয় সীমানা পেরিয়ে গেছে
তাঁর সন্ততিরা, সেই কবে এক নির্জীব ভোরে
অশীতিপর দৃষ্টি চলে গেছে
অপেক্ষাক্লান্ত মহাকাশ পর্যন্ত  -
প্রাচীন বটের শেকড় আর শ্যওলা জড়ানো
দুটি পায়ে , উত্তাপ হারিয়েছে ক্রমাগত !

রমজান শেষ । কাস্তের মতো তাঁর পূর্ণ চাঁদে
ভাঙ্গন ধরেছে !
তবু ধুসর আকাশে দৃষ্টি মেলে দেয় সে ।
নিকষ অন্ধকারে পথ খুঁজে চলে,
দলঘাস, ঝোপ-জঙ্গল পেরিয়ে সুদীর্ঘ সীমানায়
পোড়া হাতে উত্তোলিত থাকে
নিষ্কম্প উজ্জল – সদর্প অগ্নিময়
এক অনড়, উষ্ণ – জলের মশাল !