Thursday, October 18, 2018

কবিতা পরবাসে - ৪



Two of my poem published in "Kabita Parobaase-4" a collection of Bengali poems from the poets across the nation. The book was released in Kolkata International Book Fare 2018.
কবিতা পরবাসে -4 এর চতুর্থ সংখ্যায় আমার দুটি কবিতা, এবছরের শুরুতে কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2018 য় প্রকাশিত হলো !


কীর্নকাল কাগজে - সমাধি





















ত্রিপুরা থেকে প্রখ্যাত কবি চিরশ্রী দেবনাথ নিজে সম্পাদনা করেন একটি কবিতার কাগজ,'কীর্নকাল'! আমার একটি কবিতা এর দ্বিতীয় সংখ্যায় প্রকাশিত হলো ..'.সমাধি' শিরোনামে ! কাগজটির জন্য সম্পাদিকাকে সাধুবাদ !

চাইল্ডহুড

দৈনিক যুগশঙ্খ ১৪ অক্টোবর ২০১৮ , রবিবারের বৈঠক এ প্রকাশিত একটি কবিতা ...
চাইল্ডহুড

বালকের কোন চাহিদা ছিল না
সে ছিল এক নিখাদ সকাল
ওর কাছে শৈশব ছিল বকুল গন্ধ খেলা
ঝাপিয়ে গাছের নিচে নামে ছেলে বেলা

মুকুলের গন্ধ নেশা – বরুয়াপাথার পেরোয়
নিঝুম দুপুর  
বঁড়শিতে খলিহা-টেঙ্গা রুবুলের সাথে
ওদিকে কোনো মঞ্চে বাজে মৃত্যুঞ্জয়ী ভুপেনের সুর

বালকের কোন চাহিদা ছিল না
সে ছিল ষষ্ঠীর বোধনের সাঁঝ
সমবেত ভেষজ ও ওষধি পাতায় গড়া নৃত্যরত ছৌ
উদাসী বালক দেখে বিস্মিত বোধে তাঁকে ডাকে কলাবৌ

কখনো সে আগুন দেখে, জ্বলে তাঁর হলধর খুঁড়ো
বড়ই এর টক ঘ্রাণ, ওরই নিচে রক্তমাখা মুদি ঘোষবুড়ো !