Thursday, October 18, 2018

চাইল্ডহুড

দৈনিক যুগশঙ্খ ১৪ অক্টোবর ২০১৮ , রবিবারের বৈঠক এ প্রকাশিত একটি কবিতা ...
চাইল্ডহুড

বালকের কোন চাহিদা ছিল না
সে ছিল এক নিখাদ সকাল
ওর কাছে শৈশব ছিল বকুল গন্ধ খেলা
ঝাপিয়ে গাছের নিচে নামে ছেলে বেলা

মুকুলের গন্ধ নেশা – বরুয়াপাথার পেরোয়
নিঝুম দুপুর  
বঁড়শিতে খলিহা-টেঙ্গা রুবুলের সাথে
ওদিকে কোনো মঞ্চে বাজে মৃত্যুঞ্জয়ী ভুপেনের সুর

বালকের কোন চাহিদা ছিল না
সে ছিল ষষ্ঠীর বোধনের সাঁঝ
সমবেত ভেষজ ও ওষধি পাতায় গড়া নৃত্যরত ছৌ
উদাসী বালক দেখে বিস্মিত বোধে তাঁকে ডাকে কলাবৌ

কখনো সে আগুন দেখে, জ্বলে তাঁর হলধর খুঁড়ো
বড়ই এর টক ঘ্রাণ, ওরই নিচে রক্তমাখা মুদি ঘোষবুড়ো !

No comments:

Post a Comment