Monday, November 20, 2017

দ্য রোড

যেকোন সন্ধ্যায়
দিকভ্রান্তপুর ঘুরে আসা যায়
ঘুরে আসা যায় আর যত অগম্য ঠিকানা
ততক্ষনে চেনা পথ মিথ্যে হয়ে যায়

যে পথে ছুঁড়ে দিলে মৎস্য চোখ
যে পথে ছুঁড়ে দিলে উম্মুখ তির
দুই লক্ষ্যভ্রষ্ট হয় কুহকির ভিড়ে
আচমকা লুফে নেওয়া শিকারী অধীর  

Friday, October 20, 2017

এতো বড় রঙ্গ জাদু...

 (কলকাতা থেকে প্রকাশিত 'অর্কিড' কাগজে পূজাসংখ্যা ১৪২৪ ) 
রঙ্গমঞ্চ ঝলসানো সব রংমাখা নট-মুখ 
নটদের বুকে দুরু দুরু ভয়, প্রথম অংক শুরু
আলোর ফোকাস শব্দক্ষেপণ নাটুকে পদক্ষেপ
রঙ্গালয়ের কুশীলবদের ক্ষতবিক্ষত বুক
নাট্যদৃশ্যে অভিনেতা কিছু দালান কোঠার বাসি
গৃহসাজে আছে চাকচিক্য, আবহ বদলে যায়
স্বগৃহে তাঁর রুগ্না স্ত্রী, যমে মানুষে লড়ে-
দ্বিতীয় ফোকাসে আলো নিভলেই আঁধার পুনরায়
ড্রপসিন পড়ে বিরতির বেল এবারে মধ্যান্তর
প্রথম অংক দ্বিতীয় অংক, পূর্ণদ্বৈর্ঘ্য পালা 
কৈশোর পেরিয়ে ভরা যৌবনে মঞ্চের কুশীলব
দৃশ্য শেষে, মৃত্যু শিয়রে নেই গত্যন্তর !
রঙ্গমঞ্চ ঝলমল করে পেছনে অন্ধকার
অনু পদক্ষেপে সঞ্চারে সব অভিনেতা রংমাখা
মরো-মরো কারো পরান ভোমরা কেউবা প্রাণময়
এতো বড় রঙ্গজাদু, নট নটীদের গাথা !  

Sunday, February 5, 2017

"যাও পাখি" ... প্রথম কবিতার বই

"যাও পাখি" ...আমার প্রথম কবিতার বইটি পড়তে এখানে ক্লিক করুন । pdf ফর্ম্যাট এ নামিয়ে নিয়ে অবসরেও পড়া যাবে ।