Sunday, March 17, 2024

ডাক হরকরা

গুয়াহাটি থেকে প্রকাশিত 'দৈনিক যুগশঙ্খ' কাগজে আমার একটি কবিতা , "ডাক হরকরা" । পড়ুন এখানে .... 

।। ডাক হরকরা ।।
নীলদীপ চক্রবর্তী

 
সকল উপকথার নেপথ্যে
একটি প্রসস্ত সংগ্রাম থাকে
থাকে একটি গোলাপ বাগান
ফুল তুলতে গিয়ে
ছড়ে যেতে থাকে মসৃন ত্বক
কাঁটার সুচাগ্রে বিন্দু রক্ত
জমাট করে রাখে নেপথ্য পাণ্ডুলিপি
উপকথার গল্পগাথা
ডানায় নিয়ে রাজহাঁস উড়ে যায়
সকল সংগ্রাম ডানায় ভর করে
আবহমান পৌঁছে যায়
আসন্ন বিপ্লবের কাছে !

গতি দৈনিক পত্রিকায় 'সেতু'

 শিলচর থেকে প্রকাশিত গতি দৈনিক কাগজে 17 মার্চ আমার একটি প্রকাশিত কবিতা পড়ুন এখানে 

সেতু
। নীলদীপ চক্রবর্তী ।
অনেকেই দাঁড়িয়ে এক
স্বপ্নিল সেতুর নিচে
তার প্রলম্বিত ছায়া
কখন মুখ ঢেকে দিয়েছে
হতবাক নিঃশব্দ মানুষের
বিকিরিত ঔজ্জল্যের সাথে
অবিরত পুষ্পবৃষ্টি সেতুর ওপর
প্রতিজ্ঞাবদ্ধ সেতুশিল্পী
পরিযায়ী শ্রমিক
সুদর্শনের বাস্তুকার
আহা আনন্দময়-
প্রতিটি তীক্ষ্ণধি মস্তিস্ক
প্রতিটি অনুগত হৃদয় !
পরিকল্পিত সুশাসনের
যথার্থ পরাকাষ্ঠা নিয়ে
সগর্ব দাঁড়ায় এক
নিথর , নিষ্ঠুর সেতু !
বহুদূর, নীরবে দৃষ্টি মেলে
প্রাচীন মাঝি , খসে গেছে
পায়ের কাছেই তার -
সদ্য ঘুনে ধরা বলিষ্ঠ দাঁড় !