Thursday, July 14, 2016

মেঘ অভিষেক


(প্রকাশিত: ব্যতিক্রম, জুন 2016 সংখ্যা, গুয়াহাটি)

বৈশাখী বৃষ্টিতে দৃষ্টি মেলে দিলে পেন্সিল ঘষা আকাশটা পুরোনো লাগে
মোম কাগজের মতো সবুজের জঙ্গল ধূসরতা নিয়ে আশ্চর্যময় জাগে
খুব কাছাকাছি তিনটি শালিখ মোহ ফাঁদে নেমে পতঙ্গ খুঁজে মরে
বৃষ্টি বাগানে ছাইরঙ ফুল দাপদাপি করে মন্দ্র মধ্য তাঁরে   
হৃদয় আয়নার গুড়ো গুড়ো কাঁচ ঝিলমিল করে রূপালী গ্রীষ্ম জলে
আবছায়া টুকু গাঢ়তর হয় – মেঘের মতো বৈশাখী বিকেলে

এক আকাশময় ধুসর ভাবনা সাদা কাগজে পেন্সিল-ঘষা কালো   
বৃষ্টির সঙ্গে নেমে এস ম্লান – আমার সঙ্গে অগস্ত্য যাত্রায় চলো !

সমুদ্র উল্লাস

(প্রকাশিত : ব্যতিক্রম এপ্রিল 2016 সংখ্যা, গুয়াহাটি )


এভাবেই জ্বলছে দাউদাউ আগুনে
শহরের পাপমাখা ঘর বাড়ি
ব্রহ্মতালু জ্বলছে বিবর্ণ নগরের
জল নেই? সব চোরা কারবারি !

ফুটপাথে ছড়ানো আধপোড়া মৃতদেহ
শ্যামলীমা নয়, শুধু গাছেদের লাশ
জ্বলুক তবে এই শহর, ঝলসে পুড়ুক
আমি শুনি দুকানে সমুদ্র উল্লাস !

জানলার তাতান শিক চেপে ধরে
ভাই তোর মনে আছে? অন্ধকার আগুন-
করবি আঁচল অগ্নি নদী হয়ে যায়
বোন পোড়ে, সেই সঙ্গে পোড়ে তার ভ্রূন !

আমি তুই সবে মিলে আগুনে ঝাপাব
বৃষ্টি জল পুড়ে সব হবে বাষ্পময়,
আমাদের অন্তজের অগ্নিময় দেহ
সমুদ্রের পরপারে শেষকৃত্য হয়