Thursday, July 14, 2016

সমুদ্র উল্লাস

(প্রকাশিত : ব্যতিক্রম এপ্রিল 2016 সংখ্যা, গুয়াহাটি )


এভাবেই জ্বলছে দাউদাউ আগুনে
শহরের পাপমাখা ঘর বাড়ি
ব্রহ্মতালু জ্বলছে বিবর্ণ নগরের
জল নেই? সব চোরা কারবারি !

ফুটপাথে ছড়ানো আধপোড়া মৃতদেহ
শ্যামলীমা নয়, শুধু গাছেদের লাশ
জ্বলুক তবে এই শহর, ঝলসে পুড়ুক
আমি শুনি দুকানে সমুদ্র উল্লাস !

জানলার তাতান শিক চেপে ধরে
ভাই তোর মনে আছে? অন্ধকার আগুন-
করবি আঁচল অগ্নি নদী হয়ে যায়
বোন পোড়ে, সেই সঙ্গে পোড়ে তার ভ্রূন !

আমি তুই সবে মিলে আগুনে ঝাপাব
বৃষ্টি জল পুড়ে সব হবে বাষ্পময়,
আমাদের অন্তজের অগ্নিময় দেহ
সমুদ্রের পরপারে শেষকৃত্য হয়

No comments:

Post a Comment