Tuesday, August 4, 2015

জাতিস্মর

আমার কথা মনে পড়লেই
বেরিয়ে আসে দীর্ঘশ্বাস
      বুকমাথা আর পেট থেকে
                          বেরিয়ে আসে দীর্ঘশ্বাস
সোনারঙের দিনগুলো-শুয়োপোকার মতো
বেরিয়ে আসে চেতনার আকাশে!


আমি মাঠে খেলতামনদীতে নাইতাম
কাশেমচাচার বাড়ি যেতাম
আমার বাড়ি নবীগঞ্জে
আমার বাড়ি আখাউড়ায়
আমার বাড়ি ছুটতে ছুটতে...ব্রাহ্মণবেড়িয়ায়!


রেজানুরআমিনারুকুদের সাথে
ছুটতে ছুটতে হঠাৎ টুকরো টুকরো
তুলোর মতো ছড়িয়ে যেতাম পাবনায়খুলনায়!


ঐখানে একটা ডোবা ছিলঐখানে রেলপথ
ঐখানে বিশালাক্ষ্মীর মন্দিরএইতো
ঈদএইতো নবান্ন...এখানে কাশেম
ওখানে নবারুণ। ঐখানে বাঁকা চাঁদ
ডুবে যাওয়াজংলাঝোপ---শালডুংরি
ওখানেই খুব আবেগে আমিনাকে জড়িয়ে ধরা!
সেসব কথা মনে পড়লেই বেরিয়ে আসে দীর্ঘশ্বাস।


ফিঙে পাখিদের গা ডোবানো বুড়িগঙ্গায়
চিত সাঁতারে হারিয়ে যেতাম
আর বাঁশিতে হলুদ আকাশে ছড়িয়ে দিতাম বিষাদসুর
আমার বাড়ি তখন ঢাকায়! আমার বাড়ি বিক্রমপুর!


হঠাৎ দেখি মানুষগুলো কেমন যেন টুকরো মেঘে
হারিয়ে যাচ্ছে মাটির মানুষকান্না চাপায় ক্ষিদের বেগে।


ছড়িয়ে পড়ে মাটির মানুষটুকরো হয়ে রক্ত আকাশ
সেসব কথা মনে পড়লেই---
আর কিছু নয়দীর্ঘশ্বাস!

No comments:

Post a Comment